skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollশিশিরের সম্পত্তি-তদন্ত, কুণালের চিঠি প্রাপ্তি স্বীকার শাহের

শিশিরের সম্পত্তি-তদন্ত, কুণালের চিঠি প্রাপ্তি স্বীকার শাহের

Follow Us :

কলকাতা: কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ চিঠি লেখেন সিবিআই, ইডি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। চিঠিতে শুভেন্দুর বাবা শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে তথ্য তুলে ধরেছিল কুণাল। মঙ্গলবার সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে পাল্টা কুণালকে চিঠি দিলেন অমিত শাহ। সেই চিঠি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল মুখোপাত্র। এটাই এখন রাজ্য-রাজনীতিতে আলোচনার বিষয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে শিশির অধিকারীর হলফনামা তুলে ধরেছিলেন কুণাল। সেখানে দেখা যায়, ১০ লাখ টাকার সম্পত্তি রাতারাতি ১০ কোটিতে পৌঁছেছে। কী করে এই বিপুল সম্পত্তি বাড়ল, তা নিয়ে‌ প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি এর তদন্তও চেয়েছিলেন কুণাল। সুতরাং এই সম্পত্তি বৃদ্ধির নেপথ্যে দুর্নীতি আছে এমন ইঙ্গিতই ছিল কুণালের।

আরও পড়ুন: রেবন্ত রেড্ডির কুর্সির পথে ‘কাঁটা’, আজ নাম ঘোষণা

এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্টের প্রেক্ষিতে কুণাল বলেন, ‌শিশির অধিকারীর সম্পত্তি বিপুল বৃদ্ধিতে অসঙ্গতি রয়েছে। তারই প্রেক্ষিতে তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলাম। অমিত শাহের পক্ষ থেকে উত্তরে প্রাপ্তি স্বীকার লেখা চিঠি পেয়েছি। সিবিআই সূত্র থেকেও প্রাপ্তি স্বীকারের চিঠি পৌঁছেছে। নয়াদিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত। সারদা মামলায় অন্তর্ভুক্ত করে তার তদন্ত দরকার অবিলম্বে। শিশিরবাবুকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে।

RELATED ARTICLES

Most Popular